
স্পোর্টস করেসপন্ডেন্ট, ঢাকা : করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামীকাল থেকে সারাদেশে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে সরকার। ইতোমধ্যে লকডাউন নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে লকডাউন হলেও চলমান বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস চলবে বলে জানিয়েছেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।
রোববার দুপুরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বিওএ মহাসচিব বলেন, ‘ইনশাল্লাহ বাংলাদেশ গেমস চলবে। যেগুলো ইভেন্ট বাকি আছে আমরা স্বাস্থ্যবিধি মেনে শেষ করবো। আমি আশাবাদী। সরকার বিষয়টি জানে। তাদের পক্ষ থেকে ইতিবাচক উত্তর পাবো।’
তিনি আরও বলেন, ‘এরইমধ্যে সবার সঙ্গে কথা হয়েছে। তারা আশ্বাস দিয়েছেন গেমসটা ঠিক মতো হবে। আগামী ৯ তারিখের মধ্যে গেমসটি শেষ করে ফেলব।