
স্টাফ করেসপন্ডেন্ট, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড়ে র্যাব ও ডাকাত দলের সাথে গোলাগুলিতে ৩ শীর্ষ রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে৷ এসময় ঘটনাস্থল থেকে বিদেশী পিস্তলসহ দেশীয় নয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়৷
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে শালবন গহীন পাহাড়ে ডাকাত দলের সাথে এ ঘটনা ঘটে৷
কক্সবাজার, র্যাব -১৫’র অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন৷ এসময় র্যাবের এক সদস্য হাতে গুলিবিদ্ধ হয়েছেন। অভিযানটি এখনো চলমান রয়েছে।