
স্টাফ করেসপন্ডেন্ট, কুড়িগ্রাম : কুড়িগ্রামে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। তবে, প্রাথমিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি।
সোমবার দুপুর দেড়টার দিকে শহরের তারামন বিবি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রাথমিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি।
কুড়িগ্রাম সদর থানার ওসি মাহফুজার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।